ইন-জিনিয়াস নিবন্ধন শুরু

৮ জুলাই, ২০১৯ ১৩:৪৬  
পুরকৌশল নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতা। ইন-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.prothomalo.com/engenius এই ঠিকানায় নিবন্ধন করতে হবে। অনলাইনে নিবন্ধন এবং প্রথম পর্বের ডিজাইন জমা দেওয়া যাবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কাঠামো-নকশার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তাদের সৃজনশীলতা ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে ইন-জিনিয়াস নামে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং সদ্য স্নাতক শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেকটি দলে তিন জন করে সদস্য রাখা যাবে। প্রাথমিক বাছাই শেষে ৩০ টি দলকে নিয়ে সামনে দিকে এগুবে বিচারক প্যানেল। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ৫০০ ডব্লিউ টিএমটি বারসহ কনস্ট্রাকশন রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং দৈনিক প্রথম আলো যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। জানা গেছে, প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে অনলাইনে নিবন্ধনকারী দলগুলোর মধ্য থেকে ৩০টি দল বাছাই করা হবে। পরে এই দলগুলোর জন্য বুয়েটে কাঠামো-নকশা বিষয়ে ৩ দিনের আবাসিক কর্মশালার আয়োজন করা হবে। এরপর তাদেরকে একটি এলাকার নির্দিষ্ট পরিমাণ ভুমির মাপ, সয়েল টেস্ট ইত্যাদি সরবরাহ করে তার ভিত্তিতে নকশা প্রণয়ন করতে বলা হবে। এ পর্যায়ে প্রতিযোগিদের বাছাই করে তালিকাটি ছোট করে আনা হবে। তাদেরকে এক বা একাধিক কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে কয়েকদিনের জন্য হাতে-কলমে কাজ শেখার সুযোগ করে দেওয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেরা তিনটি দলের মধ্যে প্রথম স্থান অর্জনকারী দলের সদস্যদের ইন-জিনিয়াস হিসেবে ঘোষণা করা হবে। প্রথম স্থান অর্জনকারী দলটি একটি পরিকল্পিত শহর ঘুরে দেখার সুযোগ পাবে। এছাড়াও অন্য বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার বিচারক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খান মোহাম্মদ আমানত।